নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন / নিহত সকল শহীদদের হত্যাকারীদের বিচার করা হবে – ড. আসিফ নজরুল


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ জন উপদেষ্টা। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত হন তারা।
অনুষ্ঠান শুরুর প্রথমে শহীদ পরিবার ও আহতদের সাথে উপদেষ্টারা ফুল দিয়ে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিথ ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
পরে পাঁচজন উপদেস্টা
শহীদের স্মরনে দেশের প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।
অনুষ্ঠানে শহীদ পরিবারের পনের বছরের আদিলের মা বক্তব্যে রেখে তার ছেলের শহীদ হওয়ার স্মৃতিচারন করেন। এসময় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি তার ছেলে সহ সকল শহীদদের বিচার দেয়ে, সকল শহীদদের কবর সংরক্ষনের দাবি জানান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, একটু সু নির্দিস্ট লক্ষ রেখে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সৈরাচারমুক্ত বৈশম্য বিরোধী দেশ পেয়েছি।
তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। এতাদের সম্মানেই প্রথম নারায়ণগঞ্জ থেকে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্ধুকের মুখে যদি নির্ভীক দাড়িয়ে না থাকতো তাহলে আজ স্বাধীনতা আসতো না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে দীর্ঘ সংগ্রামে অনেকে নিপিরন গুম আয়না ঘরে বন্দি হয়েছি। ২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল।
আপনারা অগ্নি সময়ের সন্তান। দেশে কোন আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষ তা দমন করবে- আদিলুর রহমান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাভরে স্মরন করছি। এ আন্দোলনে শহীদদের যে বিব ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা কথা দিচ্ছি আমাদের সময়েই সকল শহীদের বিচার করা হবে।
জুলাই হত্যাকান্ডে যারা মামলা করেছিল তাদের স্থানীয় ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। প্রশাসনকে অনুরোধ করবো তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। লুটেরা চাঁজাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুর রহমান মিঞা সহ প্রশাসনে উর্ধতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ পরিবার ও আহতরা এসময় উপস্থিতি ছিলেন।
#