নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   লীড নিউজ   নিহত সকল শহীদদের হত্যাকারীদের বিচার করা হবে – ড. আসিফ নজরুল
নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন / নিহত সকল শহীদদের হত্যাকারীদের বিচার করা হবে – ড. আসিফ নজরুল
  লীড নিউজ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ জন উপদেষ্টা। সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত হন তারা।

অনুষ্ঠান শুরুর প্রথমে শহীদ পরিবার ও আহতদের সাথে উপদেষ্টারা ফুল দিয়ে কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিথ ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা হলেন মুহাম্মদ ফাওজুল কবির খান।
পরে পাঁচজন উপদেস্টা
শহীদের স্মরনে দেশের প্রথম শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন করে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের পনের বছরের আদিলের মা বক্তব্যে রেখে তার ছেলের শহীদ হওয়ার স্মৃতিচারন করেন। এসময় ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি তার ছেলে সহ সকল শহীদদের বিচার দেয়ে, সকল শহীদদের কবর সংরক্ষনের দাবি জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, একটু সু নির্দিস্ট লক্ষ রেখে নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা সৈরাচারমুক্ত বৈশম্য বিরোধী দেশ পেয়েছি।
তাদের পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। এতাদের সম্মানেই প্রথম নারায়ণগঞ্জ থেকে শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন করা শুরু হলো। তারা বন্ধুকের মুখে যদি নির্ভীক দাড়িয়ে না থাকতো তাহলে আজ স্বাধীনতা আসতো না।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরে দীর্ঘ সংগ্রামে অনেকে নিপিরন গুম আয়না ঘরে বন্দি হয়েছি। ২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের মানুষকে জাগ্রত করেছিল।
আপনারা অগ্নি সময়ের সন্তান। দেশে কোন আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে দেশের মানুষ তা দমন করবে- আদিলুর রহমান।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছিল তাদের শ্রদ্ধাভরে স্মরন করছি। এ আন্দোলনে শহীদদের যে বিব ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার করতে হবে। আমরা কথা দিচ্ছি আমাদের সময়েই সকল শহীদের বিচার করা হবে।
জুলাই হত্যাকান্ডে যারা মামলা করেছিল তাদের স্থানীয় ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। প্রশাসনকে অনুরোধ করবো তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। লুটেরা চাঁজাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানানো হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুর রহমান মিঞা সহ প্রশাসনে উর্ধতন কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই শহীদ পরিবার ও আহতরা এসময় উপস্থিতি ছিলেন।
#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...