শিরোনাম
২৫ বছর পূর্তি / পশ্চিম দেওভোগ, গোর কমিটির ২৫ বছর পূর্তিতে দোয়া ও সম্মাননা প্রদান


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পশ্চিম দেওভোগ, চেয়ারম্যান বাড়ি গোর কমিটির ২৫ বছর পূর্তিতে দোয়া ও সদস্যদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম দেওভোগ, চেয়ারম্যান বাড়ি গোর কমিটির ২৫ বছর পূর্তিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় গোর কমিটির ২৩ জন সদস্যদের মাঝে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার( ২৫ শে জুলাই) বাদ এশা পশ্চিম দেওভোগ চেয়ারম্যান বাড়ি সংলগ্ন প্লে-পেন স্কুলে গোর কমিটির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আফসার উদ্দিন আফসু,আজিজুল ইসলাম তপন,আমানুল হক মুকুল,জামিরুল হক নিপু,মোর্সেদ আলম খোকন,,নাজির হোসেন।
পশ্চিম দেওভোগ চেয়ারম্যান বাড়ি গোর কমিটির ২৫ বছর পূর্তিতে সংগঠন সদস্যদের পক্ষে সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন,আলম,রহমান,শরিফ,শাকিল, সায়েম, সিয়াম,আবদুল্লাহ, সাফায়াত,সাব্বির,নাহিদ,সিমান্ত প্রমুখ। #