শিরোনাম
কর্মসূচী / লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর বৃক্ষরোপন ও খাবার বিতরন কর্মসূচী


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সেন্ট্রালের উদ্যোগে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরন ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরন কর্মসূচী পালন করা হয়েছে।

সম্প্রতি গত ৩০ জুলাই দুপুরে নগরীর গলাচিপা কুড়িপাড়া এলাকায় আব্দুল আউয়াল মারকাজুল কোরআনিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোর্ডিং (এতিমখানা) এ কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিতি ছিলেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন মন্টু,সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এ এলাহী,

ক্লাব সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান সহ মাদ্রাসার কর্নকর্তারা এসময় উপস্থিতি ছিলেন।
এসময় মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। পরে ছাত্রদের মাঝে গাছের চারা বিতরন করা হয়। পরে মাদ্রাসার এতিম খানায় ছাত্রদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। #
