নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   পঞ্চায়েত নেতৃবৃন্দকে মাদক ব্যবসায়ীদের হুমকীর প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ
বিক্ষোভ / পঞ্চায়েত নেতৃবৃন্দকে মাদক ব্যবসায়ীদের হুমকীর প্রতিবাদে সড়ক অবরোধ বিক্ষোভ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী ক্যাম্পেইন করায় পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দকে হুমকী দিয়েছে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা।

বুধবার রাতে মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েতের সেক্রেটারির বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও দেখে নেয়ার হুমকী দেয়৷ খবর পেয়ে বাগে জান্নাত এলাকাবাসী জড়ো হয়ে নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিশনপাড়া এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে। এরপর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
জানা গেছে, গত কয়েক মাস ধরে শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লার মাউন্ট রয়েল স্কুল, শিশুকল্যাণ স্কুল, শ্রম কল্যাণ কেন্দ্র এবং বাগে জান্নাত মিশনপাড়া সংযোগ সড়কে বহিরাগতরা এসে মাদক বিক্রি করছে। পাশাপাশি এলাকায় বহিরাগত কিশোর গ্যাংয়ের সদস্যদের আড্ডা ও এলাকায় চুরি ছিনতাইসহ নানাবিধ অপরাধ সংঘটিত হয়ে আসছিল। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে এশার নামাজের পরে চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সদস্যরা জড়ো হয়ে এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করে। এসময় তারা যেসব স্পটে বহিরাগত মাদক ব্যবসায়ী ও সেবনকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিচকে চোরদের আনাগোনা সেসব স্থানে গিয়ে মহড়া দেয় এবং ভুক্তভোগী এলাকাবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, কিশোর গ্যাংদের বিরুদ্ধে লাঠি বাশি নিয়ে প্রতিরোধ গড়ার আহবান জানান। মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পইনে চাষাঢ়া পঞ্চায়েত পরিষদের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন অত্র পঞ্চায়েতের সহসভাপতি হাজী সামছুল হক বাচ্চু, যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য ভবানী শংকর রায়, বীর মুক্তিযোদ্ধা আইউব আলী, রহমত উল্লাহ লিটন, কাজী সালাউদ্দিন টিপু, আনিসুর রহমান, হাফেজ মোক্তার হোসেন, কাজী মাহফুজুর রহমান শোয়েব, আবুল কালাম, মোশারফ হোসেন রনি, সোহাগ হোসেনসহ আরো অনেকে।
এদিকে মাদক সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদের বাসভবনের নিচে গিয়ে পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহাম্মদ রিপন, কার্যকরী সদস্য হাফেজ মোক্তার হোসেনসহ পঞ্চায়েত নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালাগালসহ তাদেরকে দেখে নেয়ার হুমকী দেয়। এসময় মাদক ব্যবসায়ীরা পঞ্চায়েত সেক্রেটারির বাসভবন ও আশেপাশের বাসভবনের ফটকে লাথি ও ঢিল নিক্ষেপ করে আতংক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পঞ্চায়েতের সদস্যরা সেক্রেটারির বাসার দিকে যেতে থাকলে মাদক ব্যবসায়ী ও তাদের দোসররা সটকে পড়ে।
এদিকে পঞ্চায়েতের সেক্রেটারিসহ নেতৃবৃন্দকে হুমকী ও বাসভবনে হামলার প্রতিবাদে রাত ১১ টার দিকে বাগে জান্নাত মহল্লার সম্মুখস্থ নবাব সলিমুল্লাহ সড়ক অবরোধ করে বাগে জান্নাত মহল্লাবাসী। এসময় তারা সড়কে বিক্ষোভ মিছিল বের করে মিশনপাড়া মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। বিক্ষুব্ধরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। সড়ক অবরোধের খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের এসআই রক্তিমের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়।
চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতের সেক্রেটারি মহিউদ্দিন মাহমুদ জানান, সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এর আগেও একাধিবার আন্দোলন করেছি। মিশনপাড়া চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েতসহ ৪ টি পঞ্চায়েত সম্মিলিতভাবে সদর ওসির নেতৃত্বে মাদক সন্ত্রাস বিরোধী মিছিল করেছি। মাদক ব্যবসায়ী সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ আছি। কোন ধরনের হুমকী ধমকীতে আমরা ভীত নই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...