শিরোনাম
অভিযান / কাঁচপুরে ১১০ পুরিয়া হেরোইন সহ এক মাদক কারবারিক গ্রেফতার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃসিদ্ধিরগঞ্জ কাঁচপুর ব্রীজের নিচে ১১০ পুরিয়া হেরোইন সহ এক মাদক কারবারি গ্রেফতার পুলিশ।
১৮ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এসআই মাসুম বিল্লাহ্ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল কাঁচপুর ব্রীজের নিচে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ বিল্লাল হোসেন (৩৬) নামে এক মাদক কারবারি গ্রেফতার পুলিশ। এসময় তার কাছ থেকে ১১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
সে শিমরাইল মধ্যপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামি মোঃ বিল্লাল হোসেন (৩৬) নিজ হেফাজতে হেরোইন রাখায় তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। #