উন্নয়নের জন্য চারটি বিয়য় গুরুত্ব দিয়ে কাজ করছে বিসিবি / না’গঞ্জ ছিল ক্রীকেটের আইডল এখানকার ইতিহাস বেশ বড় বিসিবি সভাপতি বুলবুল


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ক্রিকেটের মান উন্নয়নে গ্রাউন্ড ফেসিলিটি, কোচিং ডেভেলপমেন্ট সহ চারটি বিষয়কে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নারায়ণগঞ্জ ছিল আইডল এখানে ক্রিকেটের ইতিহাস বেশ বড়।
তিনি আরো বলেন, খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিংয়ের সুযোগ সুবিধা বাড়ানো হবে। দেশে অনেক খেলা আছে পরিবার ছেলে-মেয়েদের ক্রিকেটের খেলায় যে উৎসহ দিয়েছে তাদের ভালো মানুষ, বাংলাদেশের ভালো নাগরিক করে গড়ে তুলবো। দুপুরে নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ সহ অনেকে। #