শিরোনাম
শোক সংবাদ / বিএনপি নেতা আনিসুল ইসলাম সানির ফুপুর ইন্তেকালে গভীর শোক


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানির ফুপু হালিমা খাতুন আর নেই।

উত্তর কাঠাদিয়া শিমুলিয়া এলাকা নিবাসী মরহুম সিদ্দিক বেপারীর স্ত্রী হালিমা খাতুন বার্ধক্য জনিত কারণে শনিবার (২৩ আগস্ট) দুপুর ২ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
তিনি ৩ ছেলে ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা উত্তর কাঠাদিয়া শিমুলিয়া বায়তুল মামুর মিনার জামে মসজিদে জানাজা শেষে উত্তর কাঠাদিয়া শিমুলিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহসভাপতি শহিদুল ইসলাম রিপন,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, কাশীপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোঃ রহিম হোসেন বাবুল, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি মোজাম্মেল শেখ, মোঃ ইকবাল হোসেন বুলু, সাধারণ সম্পাদক মহসিন বেপারী, যুগ্ম সম্পাদক সিরাজ বেপারী, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিউর রহমান দেওয়ান, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি স্বপন ফকির, সহসভাপতি টিটু মল্লিক, সাধারণ সম্পাদক নূর ইসলাম শেখসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। #
