শিরোনাম
গ্রেফতার / মেরাজ হত্যা মামলার আসামী দুর্ধুর্ষ সন্ত্রাসী পিংকি গ্রেপ্তার


বন্দর প্রতিবেদকঃ বন্দরে মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী দুর্ধুর্ষ সন্ত্রাসী শাখাওয়াত হোসেন পিংকি(৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শাখাওয়াত হোসেন পিংকি বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেনগর এলাকার নূর হোসেন মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৯আগষ্ট) দুপুরে তাকে বন্দর থানার দায়েরকৃত ৭(৪)২৩ নং মামলার ওয়ারেন্টে আদালতে প্রেরন করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় বন্দর থানার ছালেহ নগরস্থ নিজ বাড়ি থেকে তাকে মেরাজ হত্যা মামলার ওয়ারেন্ট মুলে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে ওসি লিয়াকত আলী জানায়,বন্দরে রুপালী এলাকায় মেরাজ হত্যা মামলার ওয়ারেন্টে শাখাওয়াত হোসেন পিংকি নামেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।#