শিরোনাম
ঘরের পিছনে জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পাম্প দিয়ে ঘরের পিছনের জমে থাকা পানি সেচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। রাত ৮টায় শিহারচর বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল আমির আলীর স্ত্রী রোকসানা ও তার মেয়ে লামিয়া।
স্থানীয়রা জানান, বাড়ির পিছনে জমে থাকা বৃস্টির পানি সেচতে যায় রোকসানা। এসময় পাম্পের সুইচ স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার চিৎকারে মেয়ে লামিয়া বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে খানপুর ৩শ” শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক বাশার জানান, খবরপেয়ে পুলিশ হাসপাতালে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ দুইটি হস্তান্তর করা হয়। #