নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   না’গঞ্জের ঢাবি শিক্ষার্থীদের সাথে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময়
মতবিনিময় / না’গঞ্জের ঢাবি শিক্ষার্থীদের সাথে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময়
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। আজ দোসরা সেপ্টেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষাবর্ষের ৩৮ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

আগামী দিনে কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই এ বিষয়ে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্ন এবং মতামত তুলে ধরেন।
বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষার্থীদের এসব ভাবনা কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন অধ্যাপক মামুন মাহমুদ।
শিক্ষার্থীরা নারায়ণগঞ্জে মাদকের ভয়াবহতা , পরিবেশ দূষণ, কিশোর গ্যাংয়ের নৃশংসতার বিষয়ে তাদের উদ্বেগ তুলে ধরেন। তাঁরা জানতে চান আগামী দিনে অপরাধীরা রাজনৈতিক আশ্রয় পাবে কি-না ? নারায়ণগঞ্জ ধনী জেলা হওয়ায় অনেকেরই পড়াশোনায় আগ্রহ কম। আবার অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের সন্তানদের শিক্ষার খরচ যোগান দেওয়া অনেক কঠিন। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নারায়ণগঞ্জের শিক্ষার্থীর সংখ্যা খুবই নগন্য। এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় এই বিষয়ে তাঁরা কথা বলেন। এছাড়া খেলার মাঠের অভাব এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার কোন সুযোগ এখানে নেই বলে শিক্ষার্থীর মনে করেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, মাদক, কিশোর গ্যাং এটা এখন সমাজের জন্য সবচেয়ে ভয়ংকর সমস্যা। গত ১৫ বছরে রাষ্ট্রের সকল কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এরফলে অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটেছিল। জুলাই অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নানা কারণে এখনো ফিরে আসেনি। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে কিভাবে বৈষম্যহীন, মানবিক মর্যাদা সম্পন্ন, ন্যায়বিচার ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ ঘরে তুলা হবে তার একটি রূপরেখা ৩১ দফায় তুলে ধরা হয়েছে। এসব অপরাধ নির্মূলে বিএনপি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কোন অপরাধীকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বিএনপি দেয় না এবং দিবেও না। যাদের বিরুদ্ধে অপরাধের সাথে জড়িত হওয়ার অভিযোগ পাওয়া যায় তাদের বিরুদ্ধেই বিএনপি কঠোর শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। গত এক বছরে দল থেকে বহিষ্কার হয়েছে কয়েক হাজার। নারায়ণগঞ্জেও শাস্তির আওতায় এসেছে বেশ কয়েকজন। অতএব কোন অপরাধীর স্থান বিএনপিতে হবে না।


খেলার মাঠের বিষয়ে তিনি বলেন, খেলার মাঠ এবং সরকারি জায়গা গুলো দখল হয়ে গেছে। বিএনপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে তাঁর প্রথম কাজ হবে এসব পুনরুদ্ধার এবং প্রতি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করা। পাঠাগার নির্মাণ করা।
প্রতিটি উপজেলায় একটি করে শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করে সেখানে দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য উপযুক্ত করে গড়ে তুলতে ফ্রী কোচিং এর ব্যবস্থা এখন থেকেই শুরু করার কথা বলেন তিনি। এরজন্য ঢাবি শিক্ষার্থীদের তিনি উদ্যোগ নিতে অনুরোধ করেন। সেক্ষেত্রে তিনি সার্বিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, তোমরা মেধাবীরা আগামী দিনে নারায়ণগঞ্জকে সঠিক পথে নিয়ে যাওয়ার কাজটা শুরু করতে পার। নারায়ণগঞ্জকে ইতিবাচক পথে ফিরিয়ে নিতে হলে তোমাদেরকেও ত্যাগের অমানুষিকতা নিয়ে একতাবদ্ধ থাকতে হবে। এর জন্য এধরণের মতবিনিময় নিয়মিতভাবে করা এবং সঠিক পরিকল্পনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই বলে মনে করেন অধ্যাপক মামুন মাহমুদ।
মত বিনিময়ে ভালো কাজে সকলে সকলের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...