গ্রেফতার / ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মনা গ্রেপ্তার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদুল ইসলাম জানায়, বুধবার (১ অক্টোবর ২০২৫) বিকেলে সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউস গেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. হোসেন মনা (৪২) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উত্তর আজিবপুর, বাগানবাড়ী এলাকায়।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ মনাকে আটক করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক লাখ চল্লিশ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মো. হোসেন মনা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সঙ্গে রাখার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছে।
পুলিশ আরো জানায়, এর আগেও মনার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।#