শিরোনাম
সেবামূলক কর্মসূচী / লায়ন অক্টোবর সার্ভিসে না’গঞ্জে গ্রান্ড র্যালী দিনব্যাপী সেবামূলক কর্মসূচী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে লায়ন্স ক্লাবের উদ্যোগে অনাথ ও দুঃস্থ মানুষের মধ্যে খবার বিতরন দিন ব্যাপী রক্তদান কর্মসূচী, রিকশাভ্যান,সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল থেকে লায়ন অক্টোবর সেবা মাস উপলক্ষে চাষাঢ়া শহীদ মিনার ও সিটি পার্কে এ কর্মসুচী আয়োজন করা হয় । এ কর্মসূচীতে নারায়ণগঞ্জের ১০টি লায়ন্স ক্লাব অংশ নেয় । এর আগে সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লায়ন্স অক্টোবর সেবা মাস উপলক্ষে একটি বর্নাঢ্য গ্রান্ড র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে সিটি পার্কে গিয়ে সমাবেশ হয়।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ২ এর গভর্নর শংকর রায় মনা, ভাইস জেলা গভর্নর মহসিন ইমাম চৌধুরী, এমরান ফারুক মঈন, প্রাক্তন জেলা গভর্নর ইঞ্জিনিয়ার আবদুল ওহাব এবং আখতারুজ্জামান। অনুষ্ঠানে স্বেচ্ছায় ২০০ ব্যাগ রক্ত বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিকে দেওয়া হয়েছে। এছাড়া একাধিক রিকশাভ্যান ২ টি ও ১৫ টি সেলাই মেশিন অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। #



