শিরোনাম
ওরশ শরীফ / চুনকা কুটিরে গাউস পাকের ওরশ শরীফ উদযাপন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চুনকা কুটিরে গাউস পাকের ওরশ শরীফ উদযাপন নারায়ণগঞ্জ মহানগরীর দেওভোগ এলাকার চুনকা কুটিরে অবস্হিত ঢাকার নবাব বাড়ী এলকার পীর হযরত খাজা সৈয়দ নাজমুল হাসান অনুমোদিত দারুল ইসক খানকাহ শরীফে পীরানে পীর দস্তগীর,মাহবুব এ সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানী,গাউসুল আজম, শেখ মহিউদ্দীন আব্দুল কাদের জিলানী (রাদিআল্লাহু তাআ’লা আনহু) র ওফাত বার্ষিকীর ওরশ শরীফ উদযাপন হয়েছে।

গতকাল ৫ অক্টোবর রাতে অনুষ্ঠিত ওরশ শরীফে খানকায়ে দারুল ইসকের সাজ্জাদানসীন সৈয়াদ খাজা আবুজার হাসান নক্সবন্দ আবুল ওলাই ,সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সবন্দ আবুল ওলাই ,শাহাজাদ দায়েম মোহাম্মদ ওয়াদ হাসান, শাহজাদা তাজওয়ার হাসান তাহা হাসান অতিথি হিসেবে ছিলেন।মাওলানা সাজ্জাদ হোসাইনের পরিচালনায় মাহফিলে তরিক্বতের খলিফা ও সাবেক পৌরসভার চেয়ারম্যান আলী আহমদ চুনকা(রহঃ)’ র পুত্র আহাম্মদ আলী রেজা উজ্জল,

আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন মনা,আব্দুল কাদির, ত্বকি মঞ্চ আহবায়ক রফিউর রাব্বী, বিএনপি নেতা আওলাদ হোসেন,নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম,গাউসিয়া কমিটির মুহাম্মদ আবু সাঈদ কাদেরী
এলাকার আফসারউদ্দীন আফসু ও ধর্মপ্রান মুসলমানেরা অংশ নেন। #



