শিরোনাম
মুক্তিযুদ্ধাদের সাথে মতবিনিময় / অনেকে দলীয় পদকে ব্যাবহার করে আমি মানুষের সেবা করতে এসেছি – মাসুদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুক্তিযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যাবসায়ী মাসুদুজ্জামানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এছাড়াও জেলার বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের মুক্তিযোদ্ধারা।
সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণ, উন্নয়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

এসময় মুক্তিযোদ্ধারা নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যাবসায়ী মাসুদুজ্জামনকে সমর্থন জানান।
এসময় মাসুদুজ্জামন বলেন, আমি এসেছি সেবা করতে। দলে এসেছি ব্যাবসা করতে না। অনেকে ব্যাক্তিগত ভাবে পদকে ব্যাবহার করে। আমার দ্বারা সেটি সম্ভব না। আমি আমার উদ্দেশ্যে জানাচ্ছি, কাজ করছি। দল যদি মনে করে তাহলে মনোনয়ন দিলে কাজ করার সুযোগ হবে। #



