শিরোনাম
নারায়ণগঞ্জ - ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী / ডিআইটি মসজিদে জুম্মা আদায় করে ৩১ দফা লিফলেট বিতরন করেছেন মাসুদ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ শুক্রবার নগরীর ডিআইটি মসজিদে মুসল্লিদের সাথে জুম্মা নামাজ আদায় করে বিএনপি নেতা তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের দাবি-দাওয়া নিয়ে কথা বলেন। লিফলেট বিতরণের মধ্য দিয়ে তিনি তার গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের বিএনপির ঘোষিত আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় মাসুদুজ্জামান মাসুদ বলেন, আমরা বিএনপি ঐক্যবদ্ধ আছি।
নারায়ণগঞ্জের মানুষ মুখিয়ে আছে নির্বাচনে ধানের শীষে ভোট দিতে।
সকল রকম ভেদাভেদ ভুলে মানুষের উন্নয়নে কাজ করে যাব।
এসময় উপস্থিতি ছিলেন মহানগর বিএনপির যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। #



