শিরোনাম
শিল্পকর্ম প্রদর্শনী / শ্যামাপূজা উৎসবে রণবন আর্ট স্পেসে ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ৫২ তম শ্রী শ্রী শ্যামাপূজা উৎসব উপলক্ষে রণবন আর্ট স্পেসের আয়োজনে চার দিনব্যাপী অনুরক্তি, পর্ব – ৪ শিল্পকর্ম প্রদর্শনী ২১ অক্টোবর থেকে শুরু হবে।
একঝাঁক প্রবীন নবীন শিল্পীর শিল্পকর্ম গ্যালারি রণতে
আগামী ২১, ২২, ২৩, ২৪ অক্টোবর ( মঙ্গলবার থেকে শুক্রবার ) সবার জন্য উন্মুক্ত থাকছে।
জয় কে রায় চৌধুরী বাপ্পি
ফাউন্ডার হয়ে রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ রণবন আর্ট স্পেস ও
দিতিপ্রিয়া রায় চৌধুরী হীরা
ফাউন্ডার গ্যালারি রণতে এ মনোরম শিল্পকর্ম প্রদর্শন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে ফাউন্ডার জয় কে রায় চৌধুরী বাপ্পি জানিয়েছেন, রণবন আর্ট স্পেসের আয়োজনে চার দিনব্যাপী অনুরক্তি, পর্ব – ৪ শিল্পকর্ম প্রদর্শনীতে একঝাঁক প্রবীন নবীন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শন করা হবে। ব্যাতিক্রম এ আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। #




