শিরোনাম
দেশবাশির শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা / আনন্দ উদ্দীপনায় নারায়ণগঞ্জ জেলায় শ্রী শ্রী শ্যামা কালী পূজা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আনন্দ ও ধর্মীয় উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী শ্যামা কালী পূজা। সোমবার দিবাগত রাতে ২১ অক্টোবর জেলার প্রতিটি মন্দির, পূজামণ্ডপ ও বাড়ি বাড়ি ভক্তদের উপস্থিতিতে দেবী কালী মাতার পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

শুভ শক্তির প্রতীক দেবী কালী মাতার উদ্দেশ্যে ভক্তরা প্রজ্বলিত করেন অসংখ্য প্রদীপ ও মোমবাতি। দেবীর উদ্দেশ্যে আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও পূজার উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পূজামণ্ডপগুলোতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নির্বিঘ্নে উৎসব পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। #



