শিরোনাম
অভিযান / বন্দরে তিতাসের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
বন্দর প্রতিবেদকঃ বন্দরে তিতাসের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ১৫ ডিসেম্বর) সকাল১১টায় সময় বন্দর থানার ২০নং ওয়ার্ডের পশ্চিম হাজিপুর এলাকায় PeopleWorldWide Skills Development Pvt.Ltd., Training Center) চমক মশার কয়েল ফ্যাক্টরী ও মিমহো ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে উল্লেখিত টাকা জরিমানা করে।

তিতাস এর ম্যাজিস্ট্রেটঃ জোবিঅ- বন্দর, মিল্টন রায় এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ওই সময় আরো উপস্থিত ছিলেন সহ প্রকৌশলী মো: জাওয়ারুল মোরসালিন, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. শাহ আলম রনি প্রমুখ। তিতাসে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে পশ্চিম হাজিপুর এলাকার চমক কয়েল ফ্যাক্টরী তে অভিযান চালাই

এবং আপনারা দেখেছেন তারা অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে এই ঠিকাদার প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত তাদের কার্যক্রম চালিয়ে আসছিল তার ধারাবাহিকতায় আজ আমরা তাদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বি়ভিন্ন মালামাল জব্দ করে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কয়েল ফ্যাক্টরী কাছ থেকে ৯০ হাজার টাকা ও আরেকটি প্রতিষ্ঠান থেকেও একইভাবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে বিভিন্ন মালামাল জব্দ করা হয়।#



