সংবর্ধনা / জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার যোদ্ধাহতদের সংবর্ধনা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবীর।
সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে আপনাদের যে অবদান, সকল কিছু বিসর্জন দিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন আপনারা। আপনাদের যুদ্ধের বিনিময়ে আমরা এ স্বাধীন দেশ পেয়েছি। পুরো জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই পথেই আমরা কাজ করার চেষ্টা করি। আমরা যাতে সফল একটি রাষ্ট্র গঠন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সে চেষ্টা আমাদের থাকবে। সে ক্ষেত্রে আপনারা আমাদের পথ প্রদর্শক, সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন সেটাই আমাদের প্রত্যাশা।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, একটা সময় মুক্তিযোদ্ধারা এতটা সম্মান পেত না। কিন্তু বছরে দুটি দিন স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে থাকি। নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধাদের যতটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে ততটা দেশের অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই। আপনারা সবসময় আমাদের সহযোগীতা করবেন। তাই অনুরোধ করবো জেলা প্রশাসক যেই আসুন আপনারা আমাদেরকে যেকোন প্রয়োজনে সহযোগিতা করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য, সকলের কাছে অনুরোধ রইলো তাঁর জন্য দোয়া করবেন। তিনি বিএনপির চেয়ারপার্সন হলেও তিনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সদর উপজেলা কমান্ডার নুর হোসেন মোল্লা সহ বিভিন্ন থানা থেকে আগত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ।
বক্তব্য শেষে সকল উপস্থিত সকল মুক্তিযোদ্ধাকে বিশেষ উপহার প্রদান করা হয়। #



