< ফলোআপ > ফারদিনকে হত্যা করে রায়হান গং | র্যাবের নজরদারিতে যেকোন সময় গ্রেফতার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বুয়েটের মেধাবী শিক্ষার্থী ফারদিন নূর পরশকে চনপাড়ার শীর্ষ মাদক ণ রায়হান ও সহযোগিতা হত্যা করেছে। রায়হান সহ বেশ কয়েকজন নজরদারিতে আছে তাদের যে কোন সময় গ্রেফতার করা হবে বলে র্যাব জানিছে। হত্যাকান্ডের রাতে ফারদিন নূর পরশ চনপাড়া বস্তিতে যায়নি । তাকে রে সড়ক থেকে অস্ত্রের মুখে ঘিড়ে জিম্বি করে চনপাড়ায় নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব জানিয়েছে, ফারদিন নূর পরসের সাথে মাদক ও নারীর কোন সম্পৃক্ততা পাওয়া যায়নি। এবং গুলিবিদ্ধ হয়ে নিহত আরেক মাদক সম্রাট ২৩ মামলার আসামী সিটি শাহীনের এ হত্যাকান্ডের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে র্যাব জানিয়েছে। আলোচিত ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় চনপাড়া শীর্ষ মাদক ব্যাবসায়ী রায়হানসহ বেশ কয়েকজনকে আইনশৃংখলাবাহিনীর নজরদারিতে রয়েছে। ১৪ নভেম্বর সোমবার রাত ১০টার দিকে ফারদিন হত্যার চাঞ্চল্যকর এসব তথ্য জানতে পেরেছে বলে র্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে । র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কিছুদিন ধরে ফারদিন হত্যা মামলার ছায়া তদন্ত করছি। এবিষয়ে বেশ অগ্রগতি আছে। শিগগিরই জানানো হবে। #