শিরোনাম
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে গাবতলী ১-১ ইসলামবাগ ড্র, রেইনবো ১-১ কাশীপুর ড্র
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে আজ ১৬ নভেম্বর দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলা গাবতলী ফুটবল কোচিং ১-১ গোলে ইসলাম বাগ ফুটবল একাডেমী সাথে খেলাটি ড্র হয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় ইসলাম বাগ ফুটবল একাডেমী খেলোয়াড় মোঃ শান্ত। দ্বিতীয় খেলায় রেইনবো এ্যাথলেটিকস ক্লাব ১-১ গোলে কাশীপুর ফুটবল কোচিং সাথে খেলাটি ড্র করে। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় কাশীপুর ফুটবল কোচিং খেলোয়াড় মহসিন। বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘনপূর্ন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন, অতিতি ছিলেন সাঙ্গসাথী ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আবু রেজা রাসেল, রেফারী এসোসিয়েশন সেক্রেটারী রজব আলী, রেফারি এ জেড এফ আইয়ূব, রেফারী কাজল চন্দ্র কৃষ্ণা
এসময় বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল, বঙ্গসাথী ক্লাবের সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিথ ছিলেন।
পরে অতিথিরা খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রাপ্ত খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
আগামী ১৬ নভেম্বর এ টুর্নামেন্টে একটি খেলা ব্রাদার্স ইউনিয়ন বনাম শাপলা ক্রীড়া সংসদ মধ্যে অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ ফুটবল একাডেমী , বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো এ্যাথলেটিকস ক্লাব, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার,মদনগঞ্জ ফুটবল একাডেমী। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ, সোনালী সকাল ক্লাব, সোনালী অতীত বন্দর ক্লাব। #