শিরোনাম
মুক্তিধাম আশ্রমে ৫ম গুরু বার্ষিকীতে দুইদিনব্যাপী সাধুসঙ্গ ও লালন মেলা শুরু
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফতুল্লার মধ্যনরসিংপুরে মুক্তি ধাম আশ্রমে ৫ম গুরু বার্ষিকী স্মরণ উপলক্ষে ২ দিন ব্যাপী মহতি সাধুসঙ্গ ও লালন মেলা শুরু হয় সোমবার (২২ শে নভেম্বর) রাত নয়টায় মুক্তিধাম আশ্রমে মোঃ সিরাজ মাদবরের সভাপতিত্বে, আশ্রম প্রতিষ্ঠাতা ফকির শাহ জালালের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও ৫ম গুরু বার্ষিকী স্মরণ উদযাপন উপলক্ষে মহতি সাধুসঙ্গ লালন মেলার ১ম দিনে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি বাবু চন্দন শীল। প্রধান আলোচক ছিলেন, ফকির পিয়ার শাহ (দাতা প্রতিষ্ঠাতা, প্রাগপুর- নূর আশ্রম, কুষ্টিয়া, দৌলতপুর) বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ রিজাউল হক (অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা)। সংক্ষিপ্ত আলোচনা ও উদ্বোধনী পর্বের পর পরই লালন সংগীত পরিবেশন করেন, প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল, রেখা সুফিয়ানা, ভজন ক্ষ্যাপা, জামিল ক্ষ্যাপা সহ বিভিন্ন শিল্পীবৃন্দ।#