শিরোনাম
নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করায় রাজউকের অভিযান | ভবন ভাঙ্গা, ১ লাখ জড়িমানা
নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় একটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দেয়া হয়। এসময় ওই ভবন মালিককে এক লাখ টাকা জড়িমানা করা হয়েছে। গতকাল মৌচাক এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খানের নেতৃত্বে
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই ভবন মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়।
রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহিয়া খান জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি রাজউকের নজরে এলে ভবন মালিকদের নোটিশ দেয়া হয়। কিন্তু তারা এর জবাব না দেয়নি। বিধিনিষেধ অমান্য করায় এ ভবন উচ্ছেদ অভিযান চালানো হয়। #