নারায়ণগঞ্জের নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের ছবি দেখে মুগ্ধ মালা মুখার্জী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী বলেছেন, নারায়ণগঞ্জের নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের তোলা ছবি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তাদের ছবি প্রশংসা করে বলেন, আমি নিজেও এমন ভাল ছবি তুলতে পারিনি। আরো ভাল ছবি তুলার পরামর্শ দিয়েন নতুন ফটোগ্রাফারদের। তিনি বলেন তোমাদের কাছে অনেক প্রত্যাশা।মালা মুখার্জীর নিজ কর্মের কথা তুলে ধরে বলেন, আমি আজও একটি ভাল ছবি তুলতে পারিনি। জীবদ্দশায় একটি ভাল ছবি তুলার চেষ্টা করছে।আমরা ফটোগ্রাফাররা ছবি তুলে আনন্দ পাই। আমি নিজের চোখে আগেই একটি ছবি দেখি এবং তা নিয়ে ভাবি। তারপর সেই ছবিটি তুলি। নারায়ণগঞ্জের ফটোগ্রাফার নিয়ে মালা মুখার্জীর অনেক প্রত্যাশার কথা জানান। ২৬ নভেম্বর শনিবার আলী আহমেদ চুনকা লাইব্রেরি এন্ড অডিটোরিয়াম এক্সপেরিমেন্টাল হলে নারায়ণগঞ্জ ফোটোগ্রাফি ক্লাবের আয়োজনে বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জীকে নিয়ে “টেল অফ মালা মুখার্জী” ও দেশ বিদেশের দূর্লভ ছবি নিয়ে হয় প্রদর্শনী।অনুষ্ঠানে মালা মুখার্জী নিজে তার ফটোগ্রাফি জীবনের বর্ণাঢ্য গল্পের বিস্তারিত আলোচনা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রথমে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিখ্যাত ফটোগ্রাফার মালা মুখার্জী নিজে তার বর্ণাঢ্যময় ফটোগ্রাফি জীবনে গল্প শুনান। পরে দুপুর ১২ঃ ৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত বিখ্যাত ফটোগ্রাফারের দুর্লভ সব বই দিয়ে সাজানো বুক শো অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন এন পি সি র উপদেষ্টা কমর উদ্দিন আহমেদ , প্রেসিডেন্ট ও কো ফাউন্ডার জয় কে রয় চৌধুরী , ভাইস প্রেসিডেন্ট সউমিক দাস , সাধারন সম্পাদক ও কো ফাউন্ডার ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম , যুগ্ন সম্পাদক মুন্তাসির মইন । উপ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আপনকোষাদক্ষ আল আমিন শরিফ , সহ কোষাদক্ষ নিদ্রা খান , সহ সাংগঠনিক সম্পাদক সইকত পামির , প্রচার সম্পাদক আজিজুল হাকিম এবং উপ প্রচার সম্পাদক প্রিতম হায়দার , জনি হোসাইন , উপ আন্তর্জাতিক সম্পাদক সুমন আহমেদ , আসিফ আহমেদ তালহা , সহ প্রকাশনা সম্পাদক পিয়াস হায়দার এবং মুস্তাকিম মুকুট, আজীবন সদস্য ফাহমিদ মইন । উপসস্থিত ছিলেন আজীবন সদস্য আসাদুজ্জামান সুজন এবং দিতি রয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাপ ফোটো এজেন্সির হাসান চন্দন এবং মাহমুদা পিয়া এছারাও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন ও নতুন প্রজন্মের ফটোগ্রাফাররা। এনপিসি’র সাধারন সম্পাদক ও কো ফাউন্ডার ইউসুফ শাহরিয়ার মুন্তাকিম জানিয়েছেন, এনপিসি সবসময় নতুন নতুন আয়োজন করে থাকে। নতুন প্রজন্মকে ফটোগ্রাফিতে উন্নত করাতে অভিজ্ঞতা বাড়াতে আজকের এই আয়োজন। মালা মুখার্জী তার ফটো টক আলোচনায় যে অভিজ্ঞতার কথা তুলে ধরেছে তার জন্য নতুন প্রজন্ম অনুপ্রানিত হবে।
#