শিরোনাম
বন্দরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার-৪
বন্দর প্রতিবেদকঃ বন্দরে আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় চার বিএনপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, দোকানদার ওয়াদুদ খন্দকার(৪৫), রাকিব(২৭), হুমায়ুন কবির(৩২) ও ফয়সাল(৩০)। মামলার তদন্তকারি অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় নাসিক ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ কর্মী সোহেল বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে আরো ৩০জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার অজ্ঞাত আসামি হিসাবে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধামগড় ইউপির কামতাল গ্রামের মৃত ছাবেদ খন্দকারের ছেলে ওয়াদুদ, একই ইউপির রামগনর গ্রামের বিএনপি নেতা নাসির মিয়ার ছেলে রাকিব, ও কলাগাছিয়া ইউপির লক্ষ্যারচর উত্তরপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে হুমায়ুন কবির ও ঘারমোড়া কোনাবাড়ি এলাকার আসলাম মিয়ার ছেলে ফয়সাল নামের ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরন করা হয়। #