শিরোনাম
বিধবার ৭ লাখ টাকা আত্মসাত করে উল্টো হত্যার হুমকি !
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিধবার টাকা আত্মসাত করে প্রতারক কুদ্দুস হাজী দীর্ঘ ৬ বছর যাবত তালবাহানা করছে। বিধবা ফরিদা বেগম টাকা ফেরত চাওয়ায় তাকে উল্টো হত্যার হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ ঘটনায় থানায় বিধবা ফরিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বন্দরের একরামপুর এলাকার মৃত নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী ফরিদা বেগমের কাছ থেকে ব্যবসার কথা বলে একই এলাকার ছমির গাজীর ছেলে প্রতারক কুদ্দুস হাজী ২০১৭ সালে ৭ লাখ ৬৩ হাজার টাকা নেয়। টাকা নিয়ে সে আর টাকা ফেরত না দিয়ে বিভিন্ন ভাবে টালবাহানা করতে থাকে। ২০১৯ সালে স্থানীয় সালিশের মাধ্যমে প্রতারক কুদ্দুস স্ট্যাম্পের মাধ্যমে টাকা ফেরত দেয়ার অঙ্গিকার করলেও সে আর টাকা দেয়নি। টাকা চাওয়ায় প্রতারক কুদ্দুস ও তার দুই ছেলে বিল্লাল ও বাবুল বিধবার দোকানে এনে তাকে হত্যার হুমকি দেয় এবং বলে তোকে হত্যা করে তোর টাকা কবরে নিয়ে দিয়ে আসব। এ ঘটনায় বিধবা থানায় লিখিত অভিযোগ করেন। বিধবা ফরিদা বেগম পুলিশ সুপার বিষয়টি আমলে নিয়ে তার টাকা উদ্ধারের জন্য পদক্ষেপ নেয়ার দাবি জানান।#