শিরোনাম
শেখ ফজলুল হক মনি স্মৃতি টুর্নামেন্টে তৃতীয় সেমিফাইনালে ৫-৪ গোলে বঙ্গবীর সংসদের জয়
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্টে তৃতীয় সেমিফাইনাল খেলায় গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্রকে ৫-৪ গোলে পরাজিত করে বঙ্গবীর সংসদ জয় লাভ করেছে। এ খেলায় বঙ্গবীর সংসদের খেলোয়ার
মোঃ শরিফ ম্যান অব দ্যা ম্যাচ হয়। ১৪ জানুয়ারী শনিবার বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে এ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার
গোগনগর ক্রীড়া প্রশিক্ষন কেন্দ্রকে ৫-৪ গোলে পরাজিত করে বঙ্গবীর সংসদ ১ গোলে এগিয়ে থেকে জয় নিশ্চিত করে।
খেলা উপভোগ করতে স্টেডিয়ামের কানায় কানায় ভড়ে উঠে ফুটবল ক্রীড়ামোদি দর্শক। খেলা শেষে আনন্দঘন আনুষ্ঠানিকতায় খেলোয়ারদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের অতিথি দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি মনির হোসেন সুমন, প্রেস নারায়ণগঞ্জের সম্পদাক ফকরুল ইসলাম, বঙ্গসাথী ক্লাবে সহ সভাপতি হাজী আব্দুর রব খোকন, নারায়ণগঞ্জ ক্রীড়া উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইকবাল বাবু, সাবেক জাতীয় ফুটবলার আজমল হোসেন বিদ্যুত, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল্লাহ পারভেজ সহ বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ম্যান অব দ্যা ম্যাচ পাওয়া খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেন।
আগামী ১৫ জানুয়ারী বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ সেমিফাইনাল খেলায় রাইজিংসান স্পোর্টিং ক্লাব বনাম সোঁনালী অতীত নারায়ণগঞ্জ দলের মধ্যে অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্ট নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব অংশগ্রহন করেছেন । অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার। সোঁনালী অতিত নারায়ণগঞ্জ, সোঁনালী অতীত মুন্সিগঞ্জ। #