শিরোনাম
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুকবার সমাবেশ মিছিল
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ২০ জানুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রমিক সমাবেশ ও শহরে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর অন্যতম শীর্ষ নেতা ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা কমরেড রাজেকুজ্জামান রতন। আরও বক্তব্য রাখবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জননেতা কমরেড নিখিল দাস। বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জেলার সভাপতি সেলিম মাহমুদ। সমাবেশে সভাপতিত্ব করবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রমিক নেতা আবু নাঈম খান বিপ্লব। #