কেউ আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে পুলিশ প্রস্তুত পুলিশ মহা পরিদর্শক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পুলিশ মহা পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কেউ আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটনো, সাধারন মানুষের উপর আক্রমন, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে পুলিশ প্রস্তুত।তিনি আরও বলেন, বাংলাদেশের যেকোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে, এবং করবে। এ বিষয়ে পুলিশ সর্বোচ্চ সহযোগীতা করে। বিকেলে নারায়ণগঞ্জে পুলিশ লাইনস্ মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এফবিসিসিআইএর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই সহ সকল থানার অফিসার ইনচার্জ ও পরিদর্শক। ১শ’/ ২শ’ মিটার দৌড় খেলায় অংশ নেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, পরিদর্শক, উপ- পরিদর্শক ও কনস্টেবল। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। #