শিরোনাম
নারায়ণগঞ্জে সর্বস্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন | গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরন
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়রীতে ভাষা শহীদের প্রতি পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ। গভীর শ্রদ্ধায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর ভাষা শহীদদের স্মরণে রাতের প্রথম প্রহরে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। পরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম ও সর্বস্তরের জনতা শ্রদ্ধা জানান। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় একইভাবে বীর ভাষা শহীদদের স্মরন করে শ্রদ্ধা জানানো হয়। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা সহ নানারকম কর্মসূচি গ্রহন করেছে। #