ফতুল্লায় এক চালককে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার
নায়াণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউসুফ নামে এক চালককে হত্যার পর অটোরিক্সা নিয়ে পালানোর সময় পুলিশের হাতে ৩ জন গ্রেফতার হয়েছে। রাত সাড়ে ৩টায় চর কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সে নোয়াখালী জেলার কালকিনি গ্রামের মৃত. আলী হোসেনের ছেলে ও পশ্চিম দেওভোগ সুমনের গ্যারেজের অটোরিক্সা ভাড়ায় চালক। গ্রেফতারকৃত হলঃ মাহবুব,কাউছার ও আমিন। তারা একই গ্যারেজের অটোরিক্সা চালক।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রিজাউল হক জানান, রাতে চর কাশিপুর এলাকায় ডিউটি করার সময় উপ-পরিদর্শক আনোয়ার হোসেন দেখেন ৩জন মিলে একটি অটোরিক্সা টেনে হিচড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশ তাদেরকে সন্দেহে আটক করে পরিচয় এবং সমস্যা জানতে চায়। সন্ধেহজনক কথাবার্তা বলায় তাদের গ্যারেজ মালিক সুমন ডাকে।
তিনি এসে জানান ৩জন অন্য গাড়ির চালক তবে এ গাড়ির নয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে চালককে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চর কাশিপুর সড়কের পাশে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় একাধিক রডের আঘাতের চিহ্ন রয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। #