শিরোনাম
৩০০ বোতল ফেনসিডিল সহ ২ জন আটক। প্রাইভেট কার জব্দ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ র্যাব-১১ সিপিসি-১ নারায়ণগঞ্জ অভিযান চালিয়ে ৩০০ (তিনশত) বোতল ফেনসিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
৬ এপ্রিল বৃহস্পতিবার র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ল ০৬ এপ্রিল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩০০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।
এসময় মোঃ রাব্বি হাওলাদার (২০), পিতা-হারুন হাওলাদার, মাতা-রানু বেগম, সাং-পূর্ব চান্দোনি, ডাক-ভোজেশ্বর থানা-নড়িয়া, জেলা-শরীয়তপুর, বর্মাতমান নিকনগর, নাজিম উদ্দিন লেন, ওয়াসা রোড, মুগদা, ঢাকা এবং মোঃ ইয়াছিন মোল্লা (২০), পিতা-রিপন মোল্লা, মাতা-মোছাঃ শিল্পী বেগম, বর্তমান ঘোড়াশাল, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা’দ্বয়কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল ।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। #