শিরোনাম
ঈদে ২০০ পরিবারকে ঈদ উপহার নগদ টাকা দিল প্রেরণা সংগঠন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ পবিত্র ঈদে ২০০ জন পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়েছে । শুক্রবার ২১ এপ্রিল শহরের শেখ রাসেল পার্ক দেওভোগ পাক্কা রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিথ ছিলেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ ভিবা।
প্রেরণা সংগঠনের উপদেষ্টা ঈসমাইল হোসেন রমজান অর রশীদ, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, আবদুস ছাত্তার, মনোয়ার হোসেন মন্টু, শাহাদাৎ হোসেন, প্রেরণা সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব, কোষাদক্ষ মোঃ জুম্মান হোসেন, সহকারী কোষাদক্ষ তোতা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আজম খান, মোঃ রানি,
এসময় সংগঠনের সস্যদের মধ্যে তারেক আহমেদ বিপু, মোঃ জামান, হাবিবুর, সাগর,নাজির, সামাদ, মোঃ হাসান উল রাজিব, আল আমিন, মোঃ জুয়েল, বাবু উপস্থিথ ছিলন।
এসময় অনুষ্ঠানের অতিথি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ ভিবা বলেছেন, প্রেরণা একটি সামাজিক অরাজনৈতিক সংগঠন। তারা সবসময় মানব সেবায় কাজ করে। এ সংঠনের সামাজিক মানবসেবার কার্যক্রমগুলি ভাল লাগে বলে তাদের পাশে থাকি। আগামীতেও প্রেরণার সাথে আছি থাকবো।
এসময় প্রেরণা সংগঠনের কার্যকরি পরিষদ আফসানা আফরোজ ভিবাকে সংগঠনের উপদেষ্টা পদে প্রস্তাব করলে তিনি তা সাদরে গ্রহন করেন।
এসময় প্রেরণা সংগঠনের সাধারন সম্পাদক হাসান উল রাকিব বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই প্রতিবছরের মত এ বছরও পবিত্র ঈদ উপলক্ষে ২০০ জন পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সকলের দোয়া কামনা করেন। #