নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ   |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত
 প্রচ্ছদ   মহানগর   কামাল প্রধান ও সুলতান মাহমুদকে দ্রুত গ্রেফতারে দাবীতে মানববন্ধন
কামাল প্রধান ও সুলতান মাহমুদকে দ্রুত গ্রেফতারে দাবীতে মানববন্ধন
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৮ মে, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নিবন্ধনহীন একাধিক পত্রিকার সম্পাদক-প্রকাশক পরিচয়দানকারী মামলাবাজ, ভূমিদস্যু, অপপ্রচারকারী ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী প্রতারক কামাল প্রধান ও চাঁদাবাজ ভুয়া সাংবাদিক হেফাজত মামলার আসামী সুলতান মাহমুদকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) সকালে নগরীর চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ে লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বক্তারা বলেন, বর্তমান উন্নয়নশীল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন, সরকার বিরোধী আন্দোলনের এলডিপি নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি পরিচয়দানকারী, জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক, হিউম্যান রিসোর্স এন্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, দৈনিক আজকের নীলকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিদ্বন্ধী মেয়র প্রার্থী, দৈনিক বিজয় পত্রিকার প্রকাশক ও চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ একাধিক মামলার পলাতক আসামী প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে জাল দলিল সৃজন ও টিপসই সহ স্বাক্ষর জালিয়াতি মামলা চলমান। যার মামলা নং-৪৫, তাং-৩১/১০/১৯ মামলাটি চার্জশীট হয়ে বর্তমানে বিচারাধিন এবং এই মামলায় ওয়ারেন্ট ইস্যু জারি রয়েছে। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা নং-৩৬, তাং-১৬/০৮/২১। এ মামলাটিও চার্জশীট হয়ে আদালতে বিচারাধিন রয়েছে। চেক জালিয়াতির মামলার নং- ৭৪৮/১৯ ও ৭৫০/১৯ দুটি সেশন মামলায় বিজ্ঞ ৩নং যুগ্ম দায়রা জজ আদালত কামাল প্রধানের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করেন। ব্যবসায়ী রুবেল মিয়ার কাছ থেকে জমি বিক্রয় বাবদ ১৯ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করে। এ বিষয়ে বন্দর থানা একটি লিখিত অভিযোগ রয়েছে এবং নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আমলী আদালত ‘ঘ’ অঞ্চ=নারায়ণগঞ্জ আদালতে সি,আর ১২০/১৯ মামলা চলমান রয়েছে। চেক জালিয়াতির আরেকটি মামলা সেশন ৮৮৬/১৯ মামলাটি বিজ্ঞ ৩নং যুগ্ম দায়রা জজ আদালতে আগামী ১৫ মে রায় হওয়ার কথা রয়েছে।এছাড়াও দৈনিক স্বাধীন বাংলাদেশ নামক পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশনসহ সম্মানহানীকর অপপ্রচার করায় কামালের বিরুদ্ধে একটি সি, আর মামলা দায়ের হয়।!যার মামলা নং-৫৯১/১৯। প্রতারক কামাল প্রধান নিবন্ধনহীন কয়েকটি পত্রিকার বেচাকেনা ও বিদেশে নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাৎ করে অনেক মানুষকে এ পর্যন্ত সর্বশান্ত করেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ও বিশিষ্টজন সহ সাংবাদিকদের নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসেও বিভিন্ন ভুয়া ফেক আইডি খুলে অপপ্রচার চালিয়ে চরিত্র হননের চেষ্টা করছে, যা অত্যান্ত নিন্দনীয়। বক্তৃতারা আরও বলেন, সুলতান মাহমুদ জাতীয় ভেজাল প্রতিরোধী ফাউন্ডেশন নারায়ণগঞ্জের সভাপতি, সময়ের চিন্তা ডটকম ও সময়ের চিন্তা টিভি নামক নিবন্ধনহীন অনলাইন পোর্টালের সম্পাদক-প্রকাশক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ও প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছে। সরকার বিরোধী আন্দোলনের হেফাজত কান্ডের এজাহারভুক্ত আসামী এই সুলতান মাহমুদ। যার মামলা নং-১৩, তাং-০৯/০৪/২০২১। ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী ২০১৩) আইনের মামলা। এছাড়া নারী কেলেঙ্কারী ও চাঁদাবাজির অভিযোগে ২০২১ সালের ৫ই জানুয়ারি নারায়ণগঞ্জ সদর থানায় এক নারী তার বিরুদ্ধে অভিযোগ করে। এছাড়াও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নামে সুলতান মাহমুদ অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট ও থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছে। সুলতান মাহমুদের একাধিক ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের সম্মানহানী করছে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিব্রত ও হয়রানী করছে।

কামাল ও সুলতানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন থানায় জিডি, অভিযোগ ও মামলা রয়েছে। বর্তমানে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং সন্ত্রাসী কর্মকান্ড করছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসন ও জাতির বিবেক সাংবাদিকদের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন। ভবিষ্যতে অপরাধী কামাল প্রধান ও সুলতান মাহমুদ যেন কারো সাথে প্রতারনা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, নারী কেলেঙ্কারি এবং অপপ্রচার চালাতে না পারে সেই জন্য তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে ভুক্তভোগীগণ সহ ও নগরীর সচেতন নাগরিক সমাজ। জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব ও দৈনিক অপরাধ রির্পোটের সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুর সভাপতি ও রুহুল আমিন প্রধানের সঞ্চালনায় এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক রুদ্ধবার্তার সম্পাদক শাহআলম তালুকদার, সাংবাদিক আব্দুল মান্নান ভূইয়া, জাহাঙ্গীর আলম জনি, জাতীয় সংবাদ সংস্থার সহ-সভাপতি আনোয়ারুল হক ও ভুক্তভোগী মোঃ রাজু আহম্মেদ ও মোঃ সোহেল সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!