নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ | ২০শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৪ঠা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুনে ১৪ দোকান পুড়ে ছাঁই   |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক
 প্রচ্ছদ   মহানগর   ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  ডাকাতি প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। ওই সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে   কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় বন্দরে আলোচিত সন্ত্রাসী ও নানা অপকর্মের হোতা কাটা সিফাত। অভিযান কালে পুলিশ গ্রেপ্তারকৃত ৮ ডাকাতের কাছ থেকে ১টি বাটসহ  ৩৮ ইি  লম্বা মাথা বাকানো লোহার তৈরি রামদা, ১টি  ১৪ ইি  লম্বা সুইচ গিয়ার চাক্কু, ১টি লোহার তৈরি ছোরা, ১টি ১৫ ইি  লম্বা লোহার তৈরি চাপাতি, ১টি কাঠের বাটযুক্ত ২৬ ইি  লম্বা লোহার তৈরি টেংগী ও ১টি লোহার তৈরি ১২ ইি  ও অপরটি ১৪ ইি  লম্বা লোহার তৈরি রেঞ্জ উদ্ধার করতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৬ মে) রাত সাড়ে ৩টায় বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি দক্ষিন প¦ার্শের রুম থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্রসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর থানার নবীগঞ্জস্থ বেলী বেগমের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার মানিক মিয়ার ছেলে মনির হোসেন (৩৫) একই থানার নবীগঞ্জ কদমতলী এলাকার সেরু মিয়ার ছেলে আলম (৩০) একই এলাকার ফকির মিয়ার ছেলে সিদ্দিক (২৫) বন্দর শাহীমসজিদ এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান মানিক (২০) নবীগঞ্জ নোয়াদ্দা এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে দীপক (৩০) একই এলাকার হরমুজ আলী মিয়ার ছেলে ভাষানী (৩৫) কাইতাখালি এলাকার হাবিবুর সিকদারের ছেলে দিপু (২৮) কাইতাখালি কবরস্থান রোড এলাকার তারা মিয়ার ছেলে রাজিব (২৬)। পলাতক আসামী কাটা সিফাত বন্দর শাহীমসজিদ এলাকার মাদক ব্যবসায়ী শাহীন মিয়ার ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আহাদুজ্জামান বাদী হয়ে ৯ ডাকাতের নাম উল্লেখ্য করে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতি আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩৪(৫)২৩ ধারা- ৩৯৯/ ৪০২ পেনাল কোড-১৮৬০। গ্রেপ্তারকৃত ৮ ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার (১৬ মে) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা এমআই শওকত আলী।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আহাদুজ্জামানসহ সঙ্গীয় র্ফোস বন্দর থানার ৭২১ নং জিডি মূলে মঙ্গলবার রাতে বন্দর থানা এলাকায় কিলো-৪ নাইট ডিউটি করা কালে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কালে লোক মারফতে জানতে পারে ডাকাত দল ডাকাতির করার উদ্দেশ্যে বন্দর থানার নবীগঞ্জ কদমতলীস্থ স্বাধীনতা রাজ গার্মেন্টস ফ্যাক্টরী সামনে জনৈক শাহনেওয়াজ মিয়ার ভাড়াকৃত বাড়ি সামনে থেকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদটি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রæত ঘটনাস্থলে রওনা হয়। ওই সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি  প্রেরণটর পেয়ে উল্লেখিত রুম থেকে পালানোর চেষ্টা কালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ উল্লেখিত ৮ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও কৌশলে পালিয়ে গেছে বন্দরে আলোচিত সন্ত্রাসী কাটা সিফাত। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃত ডাকাত দল দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, বন্দর শাহীমসজিদ খালপাড় এলাকার মনির হোসেন মিয়ার ছেলে মেহেদী হাসান মানিককে মঙ্গলবার সকাল ১০টায় বন্দর রেললাইন এলাকা থেকে আটক করে  ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!