নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   সেলিম ওসমান এমপি’র সাথে প্রেস ক্লাব নতুন কমিটি ও সদস্যদের সাক্ষাত
সেলিম ওসমান এমপি’র সাথে প্রেস ক্লাব নতুন কমিটি ও সদস্যদের সাক্ষাত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের সাথে সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ ও স্থায়ী সদস্যবৃন্দ। মঙ্গলবার (৩০ মে) দুপুরে ফতুল্লার লালপুরস্থ সংসদ সদস্যের নিজ ব্যবসা প্রতিষ্ঠান উইজডম এটায়ার্সের সভাকক্ষে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।
এ সময় সংসদ একেএম সেলিম ওসমান সাংবাকিদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, প্রেস ক্লাব কোনো রাজনৈতিক স্থান নয়, এটা নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, এখানে দলমত নির্বিশেষে সকলকে আসার ও বসার সুযোগ দিতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি। একইসাথে প্রেস ক্লাবের পাশে থেকে সাংবাদিকদের কল্যাণে সর্বাতœক সহযোগিতা করার আশ^াস দেন নারায়ণগঞ্জ – ৫ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেন, সাংবাদিক ও ব্যবসায়ীরা একসাথে মিলেমিশে কাজ করলে এ শহরের সকল সমস্যা সমাধান করা সম্ভব হবে। শহরের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পাওে, কিন্তু উন্নয়ন কাজের জন্য একসাথে কাজ করতে চাই, তিনি প্রেস ক্লাবের নির্বাচিত কর্মকর্তাদেও অভিনন্দন জানান।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন পরিষদের পক্ষে নেতৃত্ব দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান ও ক্রেষ্ট উপহার প্রদান করেন।
সাক্ষাতকালে প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের পূর্বে আমাদের প্রধান প্রতিশ্রæতি ছিলো নারায়ণগঞ্জের উন্নয়ণে দলমত নির্বিশেষে আমরা সকলকে নিয়ে কাজ করবো। আমাদের এই প্রতিশ্রæতিতে আস্থা রেখে ভোটাররা তাঁদের মূল্যবান ভোট প্রদান করে আমাদের পূর্ণ প্যানেলকে বিশাল ভোটের ব্যবধানে নিরঙ্কুশভাবে জয়ী করেছেন। ফলে প্রেস ক্লাবের উন্নয়নে আমাদের দায়িত্বও বেড়ে গেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের উন্নয়নে আমরা আপনাকে পাশে চাই। সাংবাদিকদের কল্যাণে একটি কল্যাণ ফান্ড করার প্রতিশ্রæতিও নির্বাচনী ইশতেহারে ছিলো উল্লেখ করে সাংবাদিক কল্যাণ ফান্ডে সহযোগিতা করার দাবি তুলে ধরে প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সেলিম ওসমান এ.পি’র সবসময় পাশে পাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।
সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আবু আল আমিন খান মিঠু, স্থায়ী সদস্য সামসুল ইসলাম ভূইয়া, হাবিবুর রহমান বাদল, সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, হাফিজুর রহমান মিন্টু, নাহিদ আজাদ, মোস্তফা করিম, রুমন রেজা, মাকসুদুর রহমান কামাল, আনোয়ার উল্লাহ্, মনির হোসেন, আনিসউর রহমান আনিস, রফিকুল ইসলাম রফিক, মো: শফিকুল ইসলাম, প্রণব কৃ  রায়, আনোয়ার হাসান, শওকত আলী সেকত, হাসান উল রাকিব, দিলপি কুমার মন্ডল প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...