পাইকপাড়ায় ওয়াসা পাম্পে গভীর নলকূপে সুজুকি গাড়ির পার্টস রাখা ছিল !!
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া ওয়াসার পানি পাম্প বিকল হওয়ার রহস্য উন্মোচন হয়েছে। দীর্ঘ এক বছর এ পাম্পটি বিকল হওয়ায় এ অঞ্চলে ওয়াসার পানি সরবরাহ বন্ধ হয়ে মানুষ পানি সংকটে দুর্ভোগে পড়েন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনপর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্দেশে এটি কয়েক দফায় সচল করার চেস্টা করা হয়। পাম্পের গভীর নলকূপে লোহার গাড়ির পার্টস আটকে থাকায় এটা সচল করা সম্ভব হয়নি। শেষ পর্যায়ে মেয়র আইভীর নির্দেশে মেরামতকারী একটি বিশেষজ্ঞ দল ক্যামেরা দিয়ে বিশেষ ভাবে গভীর নলকূপে একটি লোহার বস্তু চিহ্নিত করে।মঙ্গলবার ৬ জুন দুপুরে পাইকপাড়া ওয়াসার পাম্পের গভীর নলকূপ থেকে আটকে থাকা একটি লোহার বস্তু উদ্ধার করে মেরামতকারী একটি বিশেষজ্ঞ দল। লোহার বস্তুটি চাকার মত দেখতে। ওই মেরামতকারী বিশেষজ্ঞ টিমের একজন লোহার বস্তুর ছবি তুলে গুগুলে ছার্জ দিয়ে দেখেন এটি একটি সুুুুজুকি গাড়ির পার্টস।
তখন উপস্থিথ এলাকাবাসি প্রশ্ন করেন পাম্পের পাইপ লাইনের বেরতে গাড়ির পাটর্স কি ভাবে ঢুকলো। আর এ বস্তুটি আটকে থাকার কারনেই ওয়াসা পানি উত্তোলন করতে না পারায় এলাকাবাসি পানি থেকে বঞ্চিত হয়েছে। এ সময় ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা উপস্থিথ থেকে পাম্প মেরামতের কাজের তদারকি করেন। এ সময় সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা জানান, দীর্ঘদিন পাইকপাড়া ওয়াসার এ পাম্পটি বিকল থাকায় এলাকাবাসি ওয়াসার পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগে পড়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ওয়াসা এ পাম্পটি সচল করতে একাধিকবার মেরামতের চেষ্টা করেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ক্যামেরা স্থাপন করে একটি মেরামতকারী বিশেষজ্ঞ দল ১২ রকমের পদ্ধতিতে চেষ্টা চালিয়ে এ বস্তুটি উদ্ধার করেছে। তারা আগামীকালও পরীক্ষা চালাবেন পাম্পের গভীর নলকূপে আরো কিছু আটকে আছে কিনা। সব ঠিক থাকলে আশা করছি অল্প সময়েই পাম্পটি সচল হলে এ অঞ্চলে ওয়াসা পানি সরবরাহ শুরু করতে পারবে।
সে সময় ঘটনাস্থলে এলাকাবাসি স্বচোখে পাম্পের গভীর নলকূপ থেকে গাড়ির পার্স বের করতে দেখে প্রশ্ন তুলেন, আট ইঞ্চি এ পাইপলাইনের গভীর নলকূপে গাড়ির পার্টস কিভাবে পড়লো। বাইরের কোন মানুষ এ পাইপে এ লোহার বস্তু ফেলতে পারবে না। যে এটা ফেলেছে তাকে এ পাম্পের পাইপ লাইনের ফিটিংস খুলে এ লোহার পার্টস বিতরে ফেলতে হয়েছে। কাজেই এটা সাধারন মানুষের কাজ না এটা পাইপলাইন ফিটিং এক্সপার্টদের কাজ। যাই হোক আমাদের এলাকাবাসির দাবি পাইকপাড়া ওয়াসা পাম্প দ্রুত সচল করা হোক। উল্লেখ, কয়েক বছর যাবত পাইকপাড়া ওয়াসা পানি উত্তোলনের পাম্পটি বিকল ছিল। সচল করার দাবিতে স্মারকলিপি সভা সমাবেশ নানারকম দাবি আদায়ের কর্মসূচী পালন করা হয়।সিটি কর্পোরেশন দীর্ঘ প্রচেষ্টার পর আজ এ পাম্পটি বিকল হওয়ার রহস্য উন্মোচন করেছে। খুব দ্রুতই এ ওয়াসার পাম্পটি স্বচল হওয়ার কথা জানিয়েছেন, নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।#