ফতুল্লায় বহুতল ভবনের লিফট উঠানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল নির্মাণাধীন ভবনের লিফট উঠানোর সময় ক্রেনের তার ছিঁড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বিকেলে ভুইগড় এলাকায় সীমান্ত টাওয়ারে এ ঘটনা ঘটে। নিহতরা হলঃ সোনারগাঁয়ের বেহাকৈর গ্রামের শাহজাহানের ছেলে তোবারক ও সুনামগঞ্জের জামালপুর গ্রামের আবদুর রউফের ছেলে শহিদ।
ক্রেনের ঠিকাদার আনোয়ার হোসেন জানান, শেলটেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নির্মানাধীন ৯ম তলা ভবনে ক্রেনের সাহায্যে উপড়ে কয়েকটি চলন্ত সিড়ি লিফট উঠানোর সময় তার ছিঁড়ে পড়ে যায়।
এতে নিচে থাকা দুই শ্রমিক নিচে চাপা পড়ে। এতে তোবারক নামে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং আহত অবস্থায় শহিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে তোবারকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ ঢামেকে রয়েছে। #