শিরোনাম
নব নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করলেন মন্ত্রী পরিষদ সচিব মাহাবুব হোসেন
বন্দর প্রতিবেকঃ জাতীয় স্মৃতিসৌধের আদলে নারায়ণগঞ্জের বন্দরে নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন করেছে মন্ত্রীপরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন। সোমবার (১৭ জুলাই) বিকেল ৬টায় তিনি এ স্মৃতিসৌধ পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে ওই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম,
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনজুরুল হাফিজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনোয়ার হোসেন,
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস,
বন্দর উপজেলা সহকারি ভূমি কমিশনার মনীষা রানী কর্মকার, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক প্রমুখ । নব নির্মিত স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সন্ধ্যায় সাড়ে ৬টায় ঢাকা উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন তিনি।
আগামী ২২ জুলাই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নির্মিত স্মৃতিসৌধটি আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করার কথা রয়েছে। #