শিরোনাম
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সোলার সিষ্টেম উদ্বোধন করলেন ডিপিডিসি’র এমডি
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডিপিডিসি’র অর্থায়নে সদর উপজেলার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছয় কিলোওয়াট পিক অন গ্রিড সোলার সিষ্টেমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১ আগষ্ট দুপরে ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান এই সোলার সিষ্টেমের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের ইয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের সংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি’র নিবার্হী পরিচালক (অপারেশন) এ.এইচ.এম মহিউদ্দন, নিবার্হী পরিচালক (প্রকৌশল) মোরশেদ আলম, প্রধান প্রকৌশলী (এনওসিএস সাউথ) শহীদুল মান্নান চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান।
ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান বলেছেন, দেশে অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে পারি সেই লক্ষে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানের পূর্বে সোলার সিষ্টেমের উদ্বোধনের একটি ফলোক উম্মোচন করেন এবং বিদ্যালয়ে ছাদে সোলার প্লেট স্থান পরিদর্শন করেন। #