শিরোনাম
১৮ দিন নিখোঁজ বাক প্রতিবন্ধী নারী সুফিয়া’র সন্ধান মেলেনি
বন্দর প্রতিবেদকঃ বন্দরে মধ্যবয়সী এক বাক প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুন (৩৫) ঘর থেকে বের হয়ে ১৮ দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৫ জুলাই সকাল ৯টায় বন্দর উপজেলার বাড়িখালি এলাকা থেকে বের হয়ে ওই বাক প্রতিবন্ধী নারী নিখোঁজ হয়। নিখোঁজ প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুন উল্লেখিত এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার মেয়ে।
এ ব্যাপারে নিখোঁজ নারী বড় ভাই বাদী হয়ে বন্দর থানায় সাধারন ডায়রী এন্ট্রি করার প্রস্তুতি চালাচ্ছে। এ ব্যাপারে নিখোঁজ বাক প্রতিবন্ধী বড় ভাই মোখলেছুর রহমান জানান, ট্রাইফোয়েড জ¦র থেকে আমার বোন বাক প্রতিবন্ধী হয়ে পরে। সে সচারঅচর বাড়িতে থাকে।
গত ২৫ জুলাই সকাল ৯টায় আমার বোন সুফিয়া খাতুন বাড়ি কাউকে না জানিয়ে রাস্তায় বের হয়ে আর বাড়িতে আসেনি। আমরা অনেক স্থানে খোঁজাখুজি করে আমার বোন কোন হদিস না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করার প্রস্তুতি চালিাচ্ছি।
বন্দর থানা পুলিশ নিখোঁজ জিডি পেয়ে নিখোঁজ বাক প্রতিবন্ধী নারী সুফিয়া খাতুনকে খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। #