শিরোনাম
মর্গ্যান স্কুলের সামনের থেকে অজ্ঞাত ১৬ বছরের কিশোরী অচেতন অবস্থায় উদ্ধার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শহরের মর্গ্যান স্কুলের সামনের সড়ক থেকে অজ্ঞাত ১৬ বছরের এক কিশোরীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসি। বুধবার রাত ১০ টায় মেয়েটিকে উদ্ধার করা হয়।
তার পড়নে কালো বরখা ছিল। উদ্ধারকারী দেওভোগ পাক্কা রোড এলাকার কয়েকজন যুবক জানায়, রাতে মর্গ্যান স্কুলের সামনের সড়ক দিয়ে হেটে যাচ্ছিল ওই তরুনী।
কিন্তু স্বাভাবিক ভাবে হাটতে পারছিলনা। মনে হচ্ছে পড়ে যাবে। পথচারীদের নজরে আসলে তাকে উদ্ধার করে নাম পরিচয় জানতে চাইলে কিছুই বলতে পারেনি। ধারন করা হচ্ছে নেশাজাতীয় কিছু খাওয়ানো হতে পারে। মেয়েটি শুধু বলছিল আমি ঘুমাবো। এখন কিছু মনে করতে পারছিনা।
এ অবস্থায় এলাকাবাসি একটা কিশোরি মেয়েকে রাস্তায় না ফেলে স্থানীয় হারুন মিয়ার স্ত্রী জুম্মানের মায়ের জিম্বায় তার বাড়িতে রেখে আসে।
পরে প্রেরণা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা নারায়ণগঞ্জ থানার ওসিকে বিষয়টি জানালে ওসির পরামর্শে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাতপাতালে ভর্তি করে। পরে নারায়ণগঞ্জ থানার এসআই মিজান তার কাছে হেফাজতল তুলে দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ থানার এসআই মিজান জানান,
মেয়েটিকে হাসপাতলে ভর্তি করা হয়েছে। কেউ তার নাম পরিচয় জানতে পারলে নারায়ণগঞ্জ থানার ডিউটি অফিসারকে এই নাম্বারে 01320090382 জানানোর অনুরোধ করা হলো
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান মোল্লাকে মোবাইল ফোনে বিষয়টি জানানো হলে তিনি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা পরামর্শ দিয়ে একটি পুলিশের টিম হাসপাতালে পাঠাবে বলে জানান #