ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশক নিধন কার্যক্রম করেছে কাউন্সিল ভিবা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নির্দেশে ১৬ ও ১৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ ও মশক নিধন ঔষুধ প্রদান কর্মসূচী পালন করেছে ১৬ ১৭ ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা।মঙ্গলবার সকালে ১৬নং ওয়ার্ডের বাবুরাইল প্রাইমারী স্কুল ও ১৭নং ওয়ার্ডের পাইক পাড়া বড় কবরস্থানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ ও মশক নিধন ঔষুধ প্রদান করা হয়।
এসময় ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হয়ে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করা হয়। এসময় স্কুলের ছাত্রছাত্রী ও সাধারন মানুষের হাতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট তুলে দেওয়া হয়।
পাশাপাশি মশক নিধনে ঔষুধ ছিটানো হয়।
এ বিষয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা জানান, মেয়র আইভীর নির্দেশে ২৭ টি ওয়ার্ডের মত ১৬ ১৭ ১৮ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নিয়মিত এসব কার্যক্রম পরিচালিত করে আসছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে। #