শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা আকিমউদ্দিন আর নেই | রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বীর মুক্তিযোদ্ধা আকিমউদ্দিন আহমেদ আর নেই। ইন্নাল্লিাহী রাজিউন। গত বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ড বন্দর উপজেলার ১০৯ নং নোয়াদ্দা নবীগঞ্জ এলাকার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বাদ জোহর বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এ, বি,এম, কুদরত এ খুদা,
নবীগঞ্জ ঈদগাহ মাঠে গার্ড অব অর্নার এর পর জানাযা শেষে নবীগঞ্জ বাগই জান্নাত কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। #