ডিবি পুলিশ পরিচয়ে অপহরের সময় ৬ ডাকাত গ্রেফতার | ডাকাতির সরঞ্জাম জব্দ
সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশ ( ডিবি) পরিচয়ে মিনাল কান্তি রায় নামে এক ব্যক্তিকে অপহরণের সনয় ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে হাইয়েস গাড়ি, নগদ লুন্ঠিত নব্বই হাজার টাকা, খেলনা পিস্তল, ডিবি ডিএমপি লেখা কটি, ভাঙ্গ ওয়াকিটকি, চাইনিজ কুড়াল, হাতকড়া সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে সামনে দায়িত্ব পালনের সময় পুলিশ সংঘবদ্ধ ডাকাত সদস্যদের গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারে কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে সামনে একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ওই ব্যাক্তিকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলে বরিশালের বানারীপাড়ার আব্দুল হাকিমের ছেলে শামীম হোসেন, সিরাজগঞ্জের মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম, জামালপুরের নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম, বরিশালের উজিরপুরের আলী আহম্মেদের ছেলে মিলন, কুমিল্লার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন ও ফরিদপুরের ফুল মিয়ার ছেলে নয়ন। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি
দুপুরে সংবাদ সম্মেলনে আরো জানান, বুধবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে পুলিশ দায়িত্ব পালন করছিল ।
এসময়ে একটি হায়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে গ্রেফতার করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রি মিনাল কান্তিকে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে হাইয়েস গাড়িতে তুলে অপহরন করে। পরে তার কাছ থেকে নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে চেকপোস্ট পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভূয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে। #