শিরোনাম
ঢাকা- নারায়ণগঞ্জ রুটে দুর্ঘটনায় ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ | যাত্রী দুর্ভোগ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন ট্রাকের সাথে ধাক্কায় ইঞ্জিন বিকল হয়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আজ শনিবার নারায়ণগঞ্জ থেকে দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে একটি কমিউটার যাত্রীবাহি ট্রেন ছেড়ে যায়। বিকেল তিনটায় ফতুল্লা রেল স্টেশনে পৌচলে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে ট্রেনটির ইঞ্জিন ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিনের তেলের ট্যাংক ফেটে বিকল হয়ে যায়।
পরে ট্রেনটি কিছু সময় চলার পর বন্ধ হয়ে যায়। কবর পেয়ে ঢাকা থেকে একটি ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেনটি উদ্ধার করে ঢাকা নিয়ে যায়। এসময় বিকাল তিনটা থেকে সন্ধ্যা সেয়া ৬ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকা থেকে ছেড়ে একটি যাত্রাবাহি কমিউটার ট্রেন সন্ধ্যা সোয়া ৭ টায় নারায়ণগঞ্জ স্টেশনে পৌছে।
এসময় ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়া যাত্রীরা জানান,
এ রুটটি রাজধানীর সাথে সংযোগ থাকায় অফিসগামী ও ছাত্রছাত্রী সহ সাধারন মানুষ দ্রুত যাতায়াত করতে ট্রেনে বেশি নির্ভরশীল । দুর্ঘটনায় ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রেন স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান ট্রেন দুর্ঘটনায় বিকল হয়ে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, ফতুল্লায় ট্রাকের সাথে ধাক্কায় ইঞ্জিন তেলের ট্যাংকি ফেটে সাময়িক ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দ্রুত ট্রেন চলাচল সচল স্বাবাবিক করা হয়। তিনঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। #