নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   সজিব হত্যা মামলায় ২ বন্ধু গ্রেপ্তার পলাতক-১
বন্দরে / সজিব হত্যা মামলায় ২ বন্ধু গ্রেপ্তার পলাতক-১
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে একটি পুকুর থেকে সজিব চন্দ্র ভাওয়াল (২৩) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ১২৪নং জামাইপাড়া স¤্রাট কুঠিরের ভাড়াটিয়া  সজল চন্দ্র নাহা ছেলে অজিৎ চন্দ্র নাহা (২০) ও কুমিল্লা জেলার দাউদকান্দী থানার কাউয়াদী এলাকার রতন চন্দ্র দাসের ছেলে অন্তর চন্দ্র দাম (২০)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শওকত আলী। গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেপ্তার করতে সক্ষম হয় ।
এর আগে গত মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টা হইতে গত বুধবার (৩০ আগস্ট) ভোর ৬টা ৫০ মিনিটের মধ্যে যে কোন সময়ে বন্দর থানার টিনের মসজিদ সংলগ্ন আলফা প্রধানের পুকুরে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেছে। নিহত সজিব চন্দ্র ভাওয়াল বন্দর থানার এম.এম. শাহ রোডস্থ জনৈক করিম মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও শশী চন্দ্র ভাওয়ালের ছেলে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) গ্রেপ্তারকৃত ২ আসামীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৬(৬)২৩ ধারা- ৩২৮/৩০২/ ২০১/ ৩৪ পেনাল কোড-১৮৬০। ঘটনার তথ্য সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত অজিৎ চন্দ্র নাহা ও অপরধৃত অন্তর চন্দ্র দাস ও পলাতক আসামী হাবিব মামলার বাদী ছেলে সজিব চন্দ্র ভ্ওায়ালের বন্ধু। গত ২৯ আগস্ট দুপুর ২টায় মামলার বাদী কাজ শেষে বাড়ি ফিরে তার ছেলে সজিব চন্দ্র ভাওয়াল সাথে দুপুরে খাবার শেষে ২নং বিবাদী অন্তর দাস বাদী ছেলের মোবাইল ফোনে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। ওই দিন বিকেল সাড়ে ৩টা সময় বাদী ছেলে ১নং বিবাদী অজিৎ চন্দ্র নাহা সেলুনে দেখা করার জন্য বাসা থেকে বের হয়ে যাওয়ার পর সজিব চন্দ্র ভাওয়াল আর বাড়িতে ফিরে আসেনি।
গত বুধবার (৩০ আগস্ট) রাত আড়াইটায় স্থানীয় লোকজনের কাছ থেকে  জানতে পারে বাদী ছেলে মৃতদেহ বন্দর টিনের মসজিদ সংলগ্ন আলফা প্রধানের পুকুরে আছে। পরে ওই রাতে খোঁজাখুজি করে সজিবের মৃতদেহ পাওয়া যায়নি।  ৩০ আগস্ট ভোরে ৬টা ৫০ মিনিটে বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় উল্লেখিত পুকুর থেকে বাদী ছেলে মৃত দেহটি উদ্ধার করে। এ ব্যাপারে মামলার বাদী জানিয়েছে,পূর্ব শত্রæতার জের ধরে  আমার ছেলে সজিব চন্দ্র ভাওয়ালকে নেশা সেবন করিয়ে সকল আসামীগন পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার পর লাশ গুম করার জন্য  উল্লেখিত পুকুরে ফেলে দেয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, সজিব চন্দ্র মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। সজিব হত্যাকান্ডের ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ১ জনকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...