নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   আইভীকে বিস্ফোরক আইনের দুটি মামলায় শোন এরেস্টের আদেশ   |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত
 প্রচ্ছদ   মহানগর   নবীগঞ্জে  মাদ্রাসার রড চুরি, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা
নবীগঞ্জে  মাদ্রাসার রড চুরি, ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দুঃসাহসিক চুরি ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধরাবাহিকতায় নাসিক ২৪নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামাবাগে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। ছোট খাট চুরির পাশা পাশি বেড়েছে বিল্ডিং এর রড চুরির ঘটনাও। প্রায় প্রতিদিনই এই এলাকা থেকে চুরির খবর পাওয়া যাচ্ছে। তথ্য সূত্রে জানা গেছে,স¤প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের গরু বিক্রির টাকায় নবীগঞ্জে ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণ কাজ শুরু করলে উক্ত প্রতিষ্ঠানের একে একে দুইবার রড চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে রড চুরি করতে গেলে কন্ট্রাক্টরসহ বিল্ডিং এর কর্মচারীরা চোরকে আটক করে পুলিশে দিলেও  তাৎক্ষনিক এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন। অভিযোগ রয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় ছাত্রলীগ কর্মী ও প্রভাবশালীর ছেলেদের নাম উঠে আসলে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে কতিপয় ব্যাক্তি।
চুরির ঘটনার সত্যতা স্বিকার  করে চোর মিরান জানান, মাদ্রাসা রড চুরি ঘটনায় আমার সঙ্গে জড়িত রয়েছে ইসলামবাগএলাকার জাকির মিয়ার ছেলে সীমান্ত, একই এলাকার মৃত মিলন মিয়ার ছেলে তসিফ, সেলিম মিয়ার ছেলে সিহাব, কাইয়ূম মিয়ার ছেলে আসিফ, ইসলাম মিয়ার ছেলে ইসমাঈল।
স্থানীয়রা জানান, সেলিম ওসমান এমপির গরু বিক্রির টাকায় মাদ্রাসার ভবন নির্মাণের রড চুরির ঘটনায় চোর মিরানকে জেলে পাঠালেও বেঁচে যায় এলাকার স্থানীয় প্রভাবশালীর ছেলেরা। চোর ঘটনার স্বীকারোক্তি দিলেও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন থানায় মামলা করেনি। নিরীহ চোরকে সাঁজা দেয়া হয়েছে অথচ প্রভাবশালীর ছেলেদের নাম আসলো দেখে এর কোন পদক্ষেপ গ্রহণ করলো। স্থানীয়রা আরও জানান, ইঞ্জিনিয়ার ওহাব মিয়ার বাড়ী সহ একাধিক বাড়ীতে চুরির ঘটনায় তারা জড়িত রয়েছে।
তারা ছাত্রলীগ নেতা সুজনের সঙ্গেও মিটিং মিছিলে যায় কিন্তু চুরি করে পার পেয়ে যায়। আইনের আওতায় আনার জোর দাবি জানান প্রশাসনের কাছে। এ বিষয় সাবেক ছাত্রলীগের সাবেক নেতা সুজন জানান, ওরা আমার এলাকার ছোট ভাই, এছাড়া কোন ছাত্রলীগের কর্মীও না। দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসার রড চুরি করেছে তাদের বিচার হবে। অপরাধী যেই হোক সে অপরাধী।
বন্দর থানার এসআই শওকত মিয়া জানান, চোরের বিষয়ে বলার কিছু  নেই কমিশনার আফজাল ভাইকে জিঙ্গোসা করেন। চোর মিরানকে আটক করে জেল হাজতে পাঠিয়ে দেই, বাকীদের গ্রেফতার করার জন্য কয়েকবার বাড়ীতে গিয়েছি তারা সবাই পলাতক রয়েছে।
এ বিষয় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন জানান, এমপি সেলিম ওসমান সাহেবের নিজস্ব অর্থায়নে দ্বীনি প্রতিষ্ঠান ইসলামিয়া আলিম মাদ্রাসার ভবনের কাজ শুরু করেন। ভবনের যারা কর্মচারী তারা চোরকে আটক করে আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে ফোন দিলে ওসি সাহেব এসআই শওকত মিয়াকে পাঠান। তিনি এস চোরকে জিঙ্গোসাবাদ করেন এবং থানায় নিয়ে যান। পরর্বতীতে এ ঘটনার কী অবস্থান বিষষটি বলতে পারবে তদন্তকারী অফিসার। সেলিম ওসমাস সাহেব দেশে আসছে তিনি এবিষয় কথা বলে সেটা ভাল হবে করবেন বলে জানান।
উল্লেখ্য, বৃধবার ২৬ আগস্ট বেলা ১১টায় বন্দর নবীগঞ্জ ঈদগাহ মাঠে এমপি সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় এতিমখানার জন্য নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!