শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির একাংশের মিলাদ ও দোয়া
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেন মহানগর বিএনপি একাংশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দেওভোগ বড় মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন দেওভোগ বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শাহ মহিউদ্দিন হামেদী।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠুর উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেন, সদস্য সচিব আওলাদ হোসেন,
যুগ্ম-আহবায়ক আনোয়ার মাহমুদ বকুল, দিদার খন্দকার, রাশেদুল আহম্মেদ টিটু, বন্দর থানা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সিনিয়র যুগ্ম-আহবায়ক সুলতান আহম্মেদ, যুগ্ম-আহবায়ক মেজবাহ উদ্দিন স্বপন,
মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর বিএনপি নেতা হাজী শরিফ উদ্দিন সোহেল, শহীদুল ইসলাম রিপন, এ্যাড. শহীদ সারোয়ার, শহীদ হাসান, মজনু, মাহমুদ, জয়নাল আবেদীন জনি, আহসান, খোকন, তোফাজ্জল হোসেন, পারভেজ, বরকত উল্লাহ জনি। #