শিরোনাম
বন্দরে মদনগঞ্জ পাওয়ার স্টেশনে অগ্নিকান্ড
![Small Logo](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2022/10/logo-small.png)
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/09/20230913_225300-600x337.jpg)
বন্দর প্রতিবেদকঃ বন্দরে মদনগঞ্জ পাওয়ার স্টেশনে অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ পাওয়া না গেলেও বন্দরে অধিকাংশ এলাকায় প্রায় ৬ ঘন্টা বিদুৎত সরবরাহ বন্ধ ছিল। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টায় উল্লেখিত পাওয়ার স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/09/20230331_025158-300x170.jpg)
অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁয়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ গনমাধ্যমকে জানিয়েছে, সার্কিট ব্রেকারে কারিগড়ি ত্রæটি কারনে পাওয়ার স্টেশনের ভিতরে প্রচুর ধোয়া উঠতে থাকে।
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/09/20230608_215643-300x169.jpg)
আমরা সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে ধোয়া নিবারনের চেষ্টা চালাই। পরে রাত ৪ টায় পাওয়ার স্টেশনের ধোঁয়া নিয়ন্ত্রনে আসলে মদনগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ পুনরায় বন্দরে বিদুৎত সরবরাহ শুরু করে। #
![](https://narayanganjerkhabar.com/wp-content/uploads/2023/09/20230306_195900-300x169.jpg)